পাকিস্তান না গেলে আজই দল থেকে বাদ পড়ছেন মুশফিক!

ক্রিকেট দুনিয়া March 3, 2020 1,000
পাকিস্তান না গেলে আজই দল থেকে বাদ পড়ছেন মুশফিক!

পাকিস্তান সফরে যেতে রাজি না হলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে স্থান পাবেন না মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সাফ এ বার্তাই দিয়ে রেখেছে। তবু তৃতীয় দফায় দেশটিতে খেলতে যেতে চাচ্ছেন না তিনি।


সোমবার মুশফিককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাতে তাকে নাকি তারা স্রেফ জানিয়ে দেন, পাকিস্তান সফরে না গেলে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা হারাবেন।


মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা মুশফিকের সঙ্গে বৈঠক করেছি। সে পাকিস্তানে যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তবে একাদশ থেকে বাদ দেয়ার চাপের কথা অস্বীকার করেন তিনি।


পারিবারিক কারণ দেখিয়ে প্রথম দুই দফায় পাকিস্তান সফরে যাননি মুশফিক। আগামী এপ্রিলে তৃতীয় ধাপে সিরিজের বাকি টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলতে সেখানে যাবে বাংলাদেশ। এ পর্বে পাকিস্তানে যেতে মুশিকে বেশ চাপ দিচ্ছে বিসিবি। যদিও এর আগে বিদেশ সফরে খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছে তারা।


তথ্যসূত্র: ক্রিকবাজ।