বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে সব ধরেণের ক্রিকেটে এক বছরের জন্য নি’ষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটপ্রেমীরা বোধ হয় অধীর অপেক্ষায়, কবে ফিরবেন সাকিব। কবে আবার লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতানেন। আর মাত্র কয়েক মাস অপেক্ষা; এই মার্চেই শেষ হচ্ছে নিষেধাজ্ঞার ছয় মাস। মাঠে ফিরতে পারবেন এই বছরের ২৯ অক্টোবর থেকে। ক্রিকেটবোদ্ধাদের ধারণা, নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ২২ গজ মাতাবেন সাকিব।
প্রসঙ্গত, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।
ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।
পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।