সাইফউদ্দিনকে মিস করছিলেন পাপন

ক্রিকেট দুনিয়া March 2, 2020 1,565
সাইফউদ্দিনকে মিস করছিলেন পাপন

বর্তমানে বাংলাদেশের জার্সি গায়ে যে কয়জন ক্রিকেটার নিয়মিত পারফর্ম করে চলেছেন তার মধ্যে সাইফউদ্দিন অন্যতম। যদিও পিঠের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।


রবিবার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে ৫ মাসের বেশি সময় পর ফিরেছেন জাতীয় দলের জার্সিতে।


লম্বা বিরতির পর ফিরে এসেই ব্যাট হাতে শেষদিকে খেলেছেন ১৫ বলে ৩ ছক্কায় ২৮ রানের ছোট্ট ক্যামিও। বল হাতে ৬ ওভারে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।


জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানে জয়ী প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ইনিংস শেষেই গণমাধ্যমের সাথে আলাপকালে সাইফকে প্রশংসায় ভাসাতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আসলে সাইফউদ্দিনকে আমরা মিস করছিলাম।


এটা আমি আগেও কয়েকবার বলেছি, বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা সবসময় মিস করি (সাইফউদ্দিনকে)। লোয়ার অর্ডারে একজন অলরাউন্ডার যে দ্রুত কিছু রান এনে দিতে পারে।