প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া March 1, 2020 713
প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

রবিবার (১ মার্চ) পার্লে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে দারুণ পারফর্ম করেছে উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন।


প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১২৬ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট ডেভিড মিলারকে নিয়ে ১৪৯ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ক্লাসেন। এরই মাঝে তিনি তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক।


অপরদিকে ডেভিড মিলারও খেলেন ৭০ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করে দক্ষিণ আফ্রিকা।


জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৭৬ রান করে স্মিথ বিদায় নিলে দ্রুতই অলআউট হয় অজিরা। প্রোটিয়াদের হয়ে বল হাতে ৩ টি উইকেট নেন লুঙ্গি এনগিদি। শেষ পর্যন্ত ৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়ারা।