একনজরে দেখে নিন ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের সকল পরিসংখ্যান

ক্রিকেট দুনিয়া March 1, 2020 1,387
একনজরে দেখে নিন ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের সকল পরিসংখ্যান

একটি সময় ছিল বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে। শুধু তাই নয় বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ছিল তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় লাভ করা দেশের মানুষের কাছে ছিল প্রত্যাশা। কিন্তু এখন আর সেভাবে জমেনা বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ। যার প্রমাণ সদ্য শেষ হওয়া একমাত্র টেস্ট ম্যাচে প্রমাণ পেয়েছে দর্শকরা।


ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ তার মধ্যে ৪৪টিতে জয়ে পেয়েছে টাইগাররা। হেরেছে ২৮টিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮টি ম্যাচ খেলেছে শ্রীলংকার বিপক্ষে। লংকানদের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ৭টিতে হেরেছে ৩৯টিতে।


• বাংলাদেশ-জিম্বাবুয়ের হেড টু হেড


দলীয় সর্বোচ্চ স্কোর


বাংলাদেশ ৩২০/৮, বুলাওয়ে, ২০০৯


জিম্বাবুয়ে ৩২৩/৭, বুলাওয়ে, ২০০৯


দলীয় সর্বনিম্ন স্কোর


বাংলাদেশ- ৯২/১০ নাইরোবি ১৯৯৭


জিম্বাবুয়ে- ৪৪/১০ চট্টগ্রাম, ২০০৯


সবচেয়ে বেশি রান


বাংলাদেশ দল : সাকিব আল হাসান ১ হাজার ৪০৪ রান।


জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেলর ১ হাজার ৩৭৭ রান।


ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস


বাংলাদেশ : তামিম ইকবাল ১৫৪ রান, বুলাওয়ে-২০০৯ সাল।


জিম্বাবুয়ে : চার্লস কভেন্ট্রি ১৯৪* রান, বুলাওয়ে-২০০৯ সাল।


সবচেয়ে বেশি সেঞ্চুরি


বাংলাদেশ : শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসান তিনটি করে।


জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর দুটি।


সর্বোচ্চ জুটি


বাংলাদেশ : ২২০, ইমরুল কায়েস ও সৌম্য সরকার, চট্টগ্রাম, ২০১৮ সাল।


জিম্বাবুয়ে : ১৬১, গ্র্যান্ড ফ্লাওয়ার ও অ্যান্ডি ফ্লাওয়ার, নাইরোবি, ১৯৯৭ সাল।


সবচেয়ে বেশি উইকেট


বাংলাদেশ : সাকিব আল হাসান ৭৪টি।


জিম্বাবুয়ে : রে প্রাইস ৩৫টি।


সেরা বোলিং


বাংলাদেশ : ৫/২৯, আবদুর রাজ্জাক, ঢাকা, ২০০৯ সাল।


জিম্বাবুয়ে : ৬/২০, ব্রায়ান স্ট্রাং, নাইরোবি ১৯৯৭ সাল।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট