এশিয়া কাপের ভেন্যু নিয়ে পাল্টাপাল্টি কথা বললো ভারত-পাকিস্তান

ক্রিকেট দুনিয়া February 29, 2020 1,186
এশিয়া কাপের ভেন্যু নিয়ে পাল্টাপাল্টি কথা বললো ভারত-পাকিস্তান

এ বছরের সেপ্টেম্বরে বসবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু আসর শুরুর আগে বেশ ঝামেলায় পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কেননা এ আসরের ভেন্যু কোথায় হবে সেটা ঠিক করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।


সূচি অনুযায়ী এবারের আসর পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যাবে না জানিয়েছে। আবার ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজনও হবে না। এমতাবস্থায় গতকাল ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এশিয়া কাপের ভেন্যু হবে আরব আমিরাত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি বলছেন ভিন্ন কথা।


এ ইস্যুতে এহসান মানি বলেন, সহযোগী দেশগুলোর কথা চিন্তা করেই এশিয়া কাপ আয়োজন করা হয়। এটা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নেব। এখনই আমরা পাকিস্তান থেকে আসর সরাচ্ছি না। তবে আমাদের হাতে এখনো কিছু অপশন আছে।


সম্প্রতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে অনেক দেশেই। এমনকি ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশি দেশ ইরানেও। যার কারণে এই ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনে আপত্তি আছে পিসিবির। তবে এসিসি সভায় এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। খবর : ক্রিকটাইম