সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিশ্বকাপে বাজে পার্ফরম্যান্সের কারণে মাশরাফিকে নিয়ে নেতিবাচক আলোচনা হয়েছে অনেক বেশি। এমন পারফরম্যান্সের পর মাশরাফির আত্মসম্মান এবং লজ্জা নিয়েও প্রশ্ন উঠেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এর বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তিনি জানিয়েছেন, ক্রিকেটের সঙ্গে আত্মসম্মান বোধ এবং লজ্জাকে মেলাতে রাজি নন তিনি।
এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন ‘প্রথমতো আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা আত্মসম্মান আমি মেলাতে পারি না। এতো জায়গায় চুরি হচ্ছে, চামারি হচ্ছে ওদের কি লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে, আমি কি চোর?
উইকেট আমি নাই পেতে পারি। আপনারা বলবেন, সাপোর্টাররা বলবে লজ্জা পেতে হবে কেন? বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্যকোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি? যে আমার লজ্জা পেতে হবে।’
আগামীকাল ১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ওয়ানডে খেলতে মাঠে নামবে মাশরাফিরা।
সূত্রঃ অনলাইন