এশিয়া কাপের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিল তিন দেশ

ক্রিকেট দুনিয়া February 29, 2020 5,688
এশিয়া কাপের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিল তিন দেশ

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন দুবাইয়ে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের মাটিতে খেলতে চায় না ভারত। যার ফলে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে না।


এদিকে এবারের আসরে কারা খেলবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। এশিয়া কাপে জায়গা করে নেওয়ার জন্য লড়বে সহযোগী দেশগুলো। কিন্তু বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করনোভাইরাসের কারণে এশিয়া কাপে জায়গা পাওয়ার লড়াই থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তিনটি দেশ।


দেশগুলো হল- মায়ানমার, ভুটান ও চীন। এই তিন দেশ নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন আরব আমিরাতের প্রতিপক্ষ হওয়ার লড়াই হবে থাইল্যান্ড, নেপাল, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে।