আবারও পুরনো অধিনায়ককেই বেছে নিলো হায়দরাবাদ

ক্রিকেট দুনিয়া February 27, 2020 1,487
আবারও পুরনো অধিনায়ককেই বেছে নিলো হায়দরাবাদ

২০২০ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আসরের অধিনায়কের নাম ঘোষণা করেছে। আইপিএলের এবারের আসরে দলটির নেতৃত্বভার সামলাবেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যেখানে এর আগের দুই মৌসুমে দলটির নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন।


২০১৮ সালে আইপিএলের পর এবার আবারও পুরনো অধিনায়ককে বেছে নিলো হায়দরাবাদ। অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্র’তিক্রিয়া ব্যক্ত করেন।


তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আইপিএল ২০২০ আসরে আমাকে আবারও অধিনায়কত্ব দেয়া হয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ। কেন উইলিয়ামসনকে ধন্যবাদ। শেষ দুই বছরে সে অসাধারণভাবে দলটির নেতৃত্ব দিয়েছে।