সদ্য সমাপ্ত অষ্টম বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আযাচিত আচরনের কারণে বাংলাদেশ জাতীয় দলের পেসার আল-আমিনকে বড় শাস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।
আল-আমিনের বিরু’দ্ধে অভিযোগ, প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করে ব্যাটসম্যানের উদ্দেশে তিনি যে আক্রমণাত্মক শরীরী ভাষা প্রদর্শন করেছেন তা দৃষ্টিকটু। একইসাথে বাজে ভাষা ব্যবহারের অভিযোগও করা হয়।
তাই প্রথম পর্যায়ের অপরাধে ২.৫ নম্বর ধারা ভঙ্গ করেছেন আল-আমিন। এই অপরাধের সর্বনিম্ন শা’স্তি হল আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শা’স্তি ম্যাচ ফি’র অর্ধেক জরিমানা। আল-আমিন তার অপরা’ধের জন্য পেয়েছেন সর্বোচ্চ সাজাই। তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বিসিএলের ফাইনালে পূর্বাঞ্চলকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জিতছে দক্ষিণাঞ্চল। শাস্তি পেলেও শিরোপা জেতার ম্যাচে বল হাতে দারুণ করেছেন আল-আমিন।