নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে ভারত। এমন হারের পর ভারতের সমালোচনায় মাতে ভক্তরা। এবার সেই হার নিয়ে মুখ খুলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
তিনি বলেন, ‘একটা হারেই খারাপ হয়ে যায় না দল। অতীতে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারিনি। পরের টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামব। প্রথম ইনিংসে আমাদের খারাপ ব্যাটিংয়ের জন্য হারতে হয়েছে। টস হেরে প্রথম দিন ব্যাট করতে হয়েছিল আমাদেরকে।’
তিনি আরো বলেন, ‘আপনারা বলতেই পারেন এই টেস্টে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ঘটনা হলো, টস জেতা-হারাটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই টসের উপরে ফোকাস করার কোনোই মানে হয় না। তাই টসটাকে বিরাট কারণ বানানোরও কোনো প্রয়োজনও নেই।’
কোহলি আরো বলেন, ‘এটা স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই, স্বীকার করলে ক্ষতিও হবে না যে নিউজিল্যান্ড অনেক ভালো খেলেছে।’