এশিয়া একাদশে পাকিস্তানি ক্রিকেটার না থাকায় টুইটারে সমালোচনার ঝড়

ক্রিকেট দুনিয়া February 26, 2020 1,291
এশিয়া একাদশে পাকিস্তানি ক্রিকেটার না থাকায় টুইটারে সমালোচনার ঝড়

সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে চলেছেন পাকিস্তান ক্রিকেট দল। আগামী মাসের (মার্চ) ২১ ও ২২ তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


ইতোমধ্যেই সেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে স্কোয়াডে এশিয়ার বেশিরভাগ দেশের খেলোয়াড় থাকলেও নেই পাকিস্তানের কোনো খেলোয়াড়। পাকিস্তানের খেলোয়াড় থাকা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনার ঝড়।


টুইটারে অনেকেই প্রশ্ন তুলেছেন স্কোয়াডে পাকিস্তানের কোনো খেলোয়াড় না থাকা নিয়ে। তাদের দাবি টি টোয়েন্টিতে ১ নম্বর দল পাকিস্তান ও ১ নং ব্যাটসম্যান বাবর আজম না থাকার পরও কীভাবে স্কোয়াডের নাম হয় এশিয়া একাদশ। কেউ কেউ এই কারনে বিসিবি ও বিসিসিআইকে দোষ দিচ্ছেন। অনেকে এর পিছে বিসিসিআইয়ের ষড়যন্ত্রও দেখছেন।


সূত্রঃ অনলাইন