আমার ডাবল সেঞ্চুরিটা আমার ছেলে জন্য : মুশফিকুর রহিম

ক্রিকেট দুনিয়া February 24, 2020 2,019
আমার ডাবল সেঞ্চুরিটা আমার ছেলে জন্য : মুশফিকুর রহিম

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েন তিনি।


এর আগে সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি করেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডাবল সেঞ্চুরি করে এমন কীর্তি মুশফিক তার ছেলেকে উৎসর্গ করেছেন।


তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছেন, ডাবল সেঞ্চুরি উদযাপনটি তার ছেলে মায়ানকে উদ্দেশ্য করেই করেছেন। মুশফিক বলেন, ‘সেলিব্রেশন নরমালি আমি আগে থেকে ওরকম চিন্তা করিনি বা করার পরও যে এরকম হবে তেমনটি না।


কিন্তু আমার ছেলে ডায়নোসরের বড় ফ্যান, ডায়নোসর দেখলে ও একটু অন্য রকম সেলিব্রশন করে। জাস্ট সেটাই নকল করার চেষ্টা করেছি। আমার ডাবল সেঞ্চুরিটা আমার ছেলে জন্য।’