তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া February 24, 2020 1,840
তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

শেষ বিকেলের কয়েক ওভার জিম্বাবুয়েকে ব্যাটিং করানোর লক্ষ্যে বেশ তড়িঘড়ি করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। নিজেদের এ পরিকল্পনায় পুরোপুরি সফল স্বাগতিকরা। তৃতীয় দিনের তৃতীয় সেশনে মাত্র ৫ ওভারের জন্য জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে নামিয়ে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।


ম্যাচের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিকরাই। মুশফিকের ডাবল সেঞ্চুরি, মুমিনুল হকের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৫৬০ রানের পাহাড়ে চড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৫ রান।


অর্থাৎ টাইগারদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামানোর জন্য অন্তত ২৯৫ রান করতে হবে জিম্বাবুয়েকে। কঠিন এ চ্যালেঞ্জের মুখে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান। এখনও তারা পিছিয়ে ২৮৬ রানে।


সূত্রঃ জাগোনিউজ২৪