তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার খানিক পর ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরিতে পৌঁছালেন মুশফিকুর রহিম। ১৮ চারে ১৬০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মুশফিক। ৩১৫ বলে লেগেছে ডাবল সেঞ্চুরিতে যেতে। শেষ পর্যন্ত ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্টে তাদের এর চেয়ে বড় ইনিংস আছে কেবল দুটি। ২০১৭ সালে ওয়েলিংটনে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে করেছিল ৫৯৫ রান। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৬৩৮ এখনও সেরা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের সেরা ২০১৮ সালে মিরপুরেই ৭ উইকেটে ৫২২।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৪০/৩) ১৫৪ ওভারে ৫৬০/৩ (মুমিনুল ১৩২, মুশফিক ২০৩*, মিঠুন ১৭, লিটন ৫৩, তাইজুল ১৪*; টিরিপানো ৩০-৬-৯৬-১, নিয়াউচি ২৭-৩-৮৭-১, রাজা ৩০-১-১১১-১, টিশুমা ২৫-০-৮৫-১, এনডিলোভু ৪২-১-১৭০-২)
সূত্রঃ বিডিনিউজ২৪