মুমিনুলের পর ফিরলেন মিঠুনও, বাংলাদেশের লিড বাড়াচ্ছেন মুশফিক

ক্রিকেট দুনিয়া February 24, 2020 1,140
মুমিনুলের পর ফিরলেন মিঠুনও, বাংলাদেশের লিড বাড়াচ্ছেন মুশফিক

জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে বেশ সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ১৭৭ রানের লিড পেয়েছে টাইগাররা।


মুমিনুল হক ক্যারিয়ারের নবম সেঞ্চুরির পর ফিরে গেছেন ১৩২ রানে। মুশফিক-মুমিনুলের ২২২ রানের জুটি ভেঙে সফরকারীদের একটু স্বস্তি দিয়েছেন এনদোলোভু। পরে মিঠুনকেও (১৭) তুলে নেন এ স্পিনার।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৫ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৪৪২ রান তুলেছে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ১৪৩ ও লিটন দাস ৯ রানে ক্রিজে আছেন।