জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে বেশ সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ১৭৭ রানের লিড পেয়েছে টাইগাররা।
মুমিনুল হক ক্যারিয়ারের নবম সেঞ্চুরির পর ফিরে গেছেন ১৩২ রানে। মুশফিক-মুমিনুলের ২২২ রানের জুটি ভেঙে সফরকারীদের একটু স্বস্তি দিয়েছেন এনদোলোভু। পরে মিঠুনকেও (১৭) তুলে নেন এ স্পিনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৫ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৪৪২ রান তুলেছে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ১৪৩ ও লিটন দাস ৯ রানে ক্রিজে আছেন।