মুমিনুলের শতক ও মুশফিকের ৯৯ তে দুপুরের বিরতিতে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া February 24, 2020 1,008
মুমিনুলের শতক ও মুশফিকের ৯৯ তে দুপুরের বিরতিতে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় দিনে ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে স্বচ্ছন্দে ব্যাটিং করে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল হক। শতকের কাছাকাছি আছেন চতুর্থ উইকেট জুটিতে তার সঙ্গী থাকা মুশফিকুর রহিমও।


মুমিনুল ১১৯ ও মুশফিক ৯৯ রানে অপরাজিত থেকে দুপুরের বিরতিতে গেছেন। এই দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।


প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৫১ রান। চতুর্থ উইকেটে ১৭৯ রানের জুটি গড়েছে মুমিনুল-মুশফিক। তৃতীয় দিনে ১১১ রান যোগ করেছে তারা। - আমাদের সময়