জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া February 23, 2020 9,475
জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের মাত্র দ্বিতীয়দিন শেষ হলো আজ (রোববার)। এরই মধ্যে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন ও নাঈম শেখ। বাদ পড়েছেন রুবেল হোসেন। আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটাই মাশরাফির শেষ বলে মনে করছেন অনেকে।


বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।


সূত্রঃ আমাদের সময়