জিম্বাবুযের বিপক্ষে ওয়ানডে দলে একাধিক পরিবর্তন আসছে

ক্রিকেট দুনিয়া February 23, 2020 1,799
জিম্বাবুযের বিপক্ষে ওয়ানডে দলে একাধিক পরিবর্তন আসছে

প্রায় ৭ মাস পর ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রিয় এই ফরম্যাটে গেলো চার ম্যাচে জয় অধরা টাইগারদের। এবারে হোম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) জিম্বাবুযের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে এর আগে অধিনায়ক মাশরাফী ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে আলোচনা করেছে নির্বাচক কমিটি।


এক সুত্রে জানা যায়, সব কিছু ঠিক থাকলে ইনজুরির ধকল সামলে দলে ফিরছেন অলরাউন্ডার সাইফউদ্দিন ।সুযোগ পাবেন এশিয়া কাপের পর ওয়ানডে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত। সাথে সুযোগ মিলতে পারে আফিফ হোসেনের। টেস্ট দলে না থাকলেও, ওয়ানডে দলে ফিরছেন মাহমুউল্লাহ রিয়াদ।


আরও জানা যায়, এই সিরিজেই অভিষেক হতে পারে আমিনুল বিপ্লব ও ওপেনার নাঈম শেখের। বোলিংয়ে মাশরাফীর নেতৃত্বে থাকবেন মোস্তাফিজ ও শফিউল।