প্রথম বাংলাদেশি হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

ক্রিকেট দুনিয়া February 23, 2020 3,468
প্রথম বাংলাদেশি হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল নাম লেখালেন ঐতিহাসিক এক রেকর্ডে। যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা এই ওপেনার।


আজ (২৩ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার ১০০তম ম্যাচে ১৩ হাজার রান থেকে মাত্র ২৭ রান দূরে থেকে ব্যাটিং করতে নামেন তিনি। শুরু থেকে দারুণ ব্যাটিং করা তামিম এক পর্যায়ে জিম্বাবুইয়ান পেসার চার্লটন টিসুমাকে বাউন্ডারি হাঁকিয়ে এমন রেকর্ডে নিজের নাম করেন।


আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯টি টেস্ট ম্যাচ খেলে ইতিমধ্যে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪০১ রান করেছেন তামিম।


ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।


আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল। - স্পোর্টসজোন২৪