দ্বিতীয় দিনের শুরুতেই রাহী-তাইজুলের বোলিংতোপে মাত্র ৩৭ রান যোগ করতেই ২৬৫ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ।
সর্বশেষ স্কোরঃ বাংলাদেশ ২৫/১(তামিম ১০*, শান্ত ৫*)
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস) ২৬৫/১০ (১০৬.৩)
আরভিন ১০৭, মাছভুরে ৬৫, চাকাভা ৩০।
নাঈম ৪/৭০, রাহি ৪/৭১, তাইজুল ২/৯০।
• প্রথম সেশনে এক ভুল বাংলাদেশের
দ্বিতীয় দিনের প্রথম সেশনটা কেবল নিজেদেরই করে নিতে পারতো বাংলাদেশ। দ্রুত রাহী-তাইজুলদের উইকেট নেওয়ার পর যদি না ৮ ওভারের মধ্যেই ফিরে না যেতেন ওপেনার সাইফ। তবে এরপরও তামিম-শান্ততে আস্হা রেখে মধ্যহ্নবিরতিতে গেল বাংলাদেশ।
• শুরুতেই সাইফের বিদায়
টেস্ট ব্যাটসম্যান হিসেবে বেশ নাম করে দলে আসা সাইফ পাকিস্তান সফরে ব্যর্থতার পর এবা ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে প্রথম ইনিংসে টিকতে পারলে না বেশিক্ষণ। চতুর্থ ওভারের শেষ বলে নাউচিরতে পরাস্ত হয়ে উইকেটরক্ষক চাকাভার তালুবন্দি হয়েছেন তিনি। ফেরত গেছেন ব্যক্তিগত ৮ রানে।