সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে নেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হার দিয়েই শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচ হারের পাশাপাশি স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকার সকল খেলোয়াড়কে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে এই অভিযোগ করেন আম্পায়াররা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কুইন্টন ডি কক শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।