মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ছিল ইনিংস ব্যবধানে হার। কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।
Bangladesh: Tamim Iqbal, Saif Hassan, Najmul Hossain Shanto, Mominul Haque (c), Mohammad Mithun, Liton Das, Mushfiqur Rahim (wk), Taijul Islam, Abu Jayed, Ebadot Hossain, Nayeem Hasan
Zimbabwe: Prince Masvaure, Kevin Kasuza, Craig Ervine (c), Brendan Taylor, Timycen Maruma, Sikandar Raza, Regis Chakabva (wk), Donald Tiripano, Victor Nyauchi, Ainsley Ndlovu, Charlton Tshuma