জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯ টা ৩০ মিনিটে। ক্রিকেটে বর্তমান সময়টা ভালো যাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে টেস্টে তো যাচ্ছেতাই অবস্থা।
শেষ ছয় টেস্টের সবগুলোতেই পরাজয়। তার মধ্যে ৫ টি তো ইনিংস পরাজয়। তাই এই হারের বৃত্ত থেকে বের হতে জিম্বাবুয়েকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে বাংলাদেশ। তবে কাজটা সহজ হবে না কারণ গত সিরিজেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরেছিল টাইগাররা৷
এই টেস্ট থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তাই স্বভাবতই পাকিস্তান টেস্ট থেকে একটি পরিবর্তন আসছে। এছাড়া বাদ পড়েছেন রুবেলও৷ শোনা গেছে উইকেটে থাকতে পারে ঘাসের ছোয়া তাই দুই পেসাএ ও ২ স্পিনার নিয়েই মাঠে নামার সম্ভাবনা টাইগারদের৷
• বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪