এবার নিজেই ওয়ানডে থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রিকেট দুনিয়া February 21, 2020 3,788
এবার নিজেই ওয়ানডে থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ

আগামী এপ্রিলে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলতে তৃতীয় দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ব্যক্তিগত কারণে একমাত্র ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।


খারাপ পারফরম্যান্সের কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। জিম্বাবুয়ে সিরিজের পর পাকিস্তানে তৃতীয় দফায় খেলতে যাবে টাইগাররা। যেখানে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলবেন না রিয়াদ।


এই বিষয়ে ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন;“ওই সময় মাহমুদুল্লাহর স্ত্রীর সন্তান হওয়ার কথা। সে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চায়। তার সঙ্গে আলোচনার সময় সে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। এ কারণে সে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে অনিশ্চিত। যদিও ছুটি নিতে গেলে তাকে লিখিত আবেদন করতে হবে।”


তবে মাহমুদুল্লাহ পাকিস্তান যাওয়া নিয়ে মৌখিকভাবে জানলেও লিখিতভাবে এখনও কিছু জানায়নি। যদি লিখিতভাবে বোর্ডের কাছে ছুটির আবেদন করে তবে বোর্ড বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছেন তিনি। - স্পোর্টসজোন২৪