দেখে নিন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

ক্রিকেট দুনিয়া February 20, 2020 1,603
দেখে নিন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে সিডনি শোগ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল মুখোমুখি হবে ভারতীয় নারী দলের। সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন পার্থে শুরু হবে ২৪ ফেব্রুয়ারি।


বিশ্বকাপের মূল আসরের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সালমা খাতুনদের। ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হবার পর আজ পাকিস্তান নারী দলের মুখোমুখি হয়েছিল বাঘিনীরা। সেখানে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে তারা।


• নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:


১ম ম্যাচ- ভারতীয় নারী দল বনাম বাংলাদেশ নারী দল, ২৪ ফেব্রুয়ারি, ওকাকা, পার্থ।


২য় ম্যাচ- অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল, ২৭ ফেব্রুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা।


৩য় ম্যাচ- নিউজিল্যান্ড নারী দল বনাম বাংলাদেশ নারী দল, ২৯ ফেব্রুয়ারি, জাংশন ওভাল, মেলবোর্ন।


৪র্থ ম্যাচ- শ্রীলঙ্কা নারী দল বনাম বাংলাদেশ নারী দল, ২ মার্চ, জাংশন ওভাল, মেলবোর্ন।


সূত্রঃ ঢাকা টাইমস