জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশা করেন না পাপন!

ক্রিকেট দুনিয়া February 20, 2020 1,189
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশা করেন না পাপন!

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে লজ্জাজনক হার হচ্ছে ঘরের মাঠে নবীন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার। যে দল আফগানিস্তানের বিপক্ষে হারতে পারে সে দল নিয়ে কম আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে মুখোমুখি হলে বিসিবি সভাপতি বলেন;“কয়েকদিন ধরে মিডিয়াতে যা দেখছি, কথাবার্তা যা শুনছি; ধরে এমন ভাব হচ্ছে- জিম্বাবুয়ের সাথে জিতে আবার কী জানি হয়ে যাবে। আরে, জিতো আগে! ভাবটা মনে হচ্ছে জিতেই গেছে। যে খেলা দেখে এসেছি। তাতে করে জেতার আশা মনের মধ্যে রাখি না।”


জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। তাই তাদের হালকা ভাবে নেওয়া যাবে না বলে মনে করেন পাপন। তিনি আরও বলেন;“জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।”


“দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলব আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪