অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। দলে ফিরেছেন ফাফ ডু প্লেসিস, কাগিসো রাবাদা ও এনরিচ নর্টজি।
প্লেসিস দলে ফিরলেও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কুইন্টাইন ডিক কককে। আজ এক বিবৃতিতে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে প্লেসিস নিজেকে সরিয়ে নেওয়ায় ডি কককে দায়িত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে অবসর নেওয়া ডি ভিলিয়ার্সের আবার ফেরার কথা থাকলেও এই সিরিজে ফিরছেন না তিনি। এ ব্যাপারে প্রোটিয়া কোচ মার্ক বাউচার জানিয়েছেন, কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরবেন তিনি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
কুইন্টন ডি কক (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, পাইট ভ্যান বিলজোন, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেহেলুকওয়েও, জোন-জন স্মটস, ক্যাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, লুঙ্গি এনগিদি, বজর্ন ফোর্টুউইন, অ্যানরিচ নর্টজে, ডেল স্টেইন, হেনরিচ ক্লাসেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪