অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবি ডি ভিলিয়ার্স!

ক্রিকেট দুনিয়া February 17, 2020 1,668
অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবি ডি ভিলিয়ার্স!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স খেলবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। এবার সে আশার পালে বাতাস দিলেন দলের কোচ বার্ক বাউচারও।


বাউচার বলেছেন, ডি ভিলিয়ার্স যদি খেলতে চায়, যদি ফিট থাকে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে বিবেচনা করা হবে। ২০১৮ সালে হঠাৎ করেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। এরপর ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বিশ্বকাপে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।


ইংল্যান্ডের কাছে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হারের পর বাউচার বলেন, সে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনা করছে। প্রকাশ্যেও কথা বলছে। কিন্তু আমাকে কিছু বলেনি। আমি এবিকে বলতে চাই, সে ভালো ফর্মে থেকে যদি খেলতে চায় তাহলে আমরা তাকে নিতে বলব।


তিনি বলেন, যদি সে সবচেয়ে উপযুক্ত হয়, তাহলে অবশ্যই তার আসা উচিৎ। এখানে ইগোর মতো কোনো ব্যাপার নেই। ব্যাপার হলো, বিশ্বকাপে সেরা দল পাঠিয়ে প্রতিযোগিতায় জিতে আসা। -বাংলাওয়াশক্রিকেট