মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএল ২০২০’র এর আসর। গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে উদ্বোধনে। ২০১৯ সালে আইপিএল এর ফাইনালে ধোনিদের মাত্র এক রানে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল। আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
লিগের লড়াই শুরু হবে মুম্বই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের মাত্র ১১ দিনের মধ্যেই আইপিএল খেলতে নামবে দলগুলো।
ব্যাঙ্গালুরুতে আগামী ১৭ মে গ্রুপ লিগের শেষ খেলা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্সের। নকআউট পর্বের সূচি অবশ্য এখনও জানানো হয়নি। তবে ফাইনাল হবে ২৪ মে।
এবারের আইপিএলে গ্রুপ লিগে শনিবারে দুটোর পরিবর্তে একটা ম্যাচই খেলানো হবে। তবে রোববার দু’টি করেই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু লিগের প্রথম ম্যাচ (২৯ মার্চ) এবং গ্রুপ লিগের শেষ ম্যাচ (১৭ মে) একটা করেই হবে। যেখানে গত আসরে ৪৪ দিনের বদলে এ বার লিগ পর্ব চলবে টানা ৫০ দিন। -ডেইলি বাংলাদেশ