জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ এবং পরেরটি ২১ মার্চ। সূচি প্রকাশ হওয়ায় ভারতীয় তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কেননা ১৮ মার্চ ভারতের ওয়ানডে ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শনিবার মুজিববর্ষের প্রীতি টি- টোয়েন্টি ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। দুটি ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মার্চের ১৮ ও ২১ তারিখ শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।’
এশিয়া একাদশে খেলার জন্য ভারতের পাঁচজন ক্রিকেটার চেয়েছে বিসিবি। তবে কারা খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলায় বড় তারকাদের পাওয়া যাবে না। ফলে কারা আসবেন এ টুর্নামেন্ট খেলতে সেটাই এখন দেখার বিষয়।
সূত্রঃ আমাদের সময়