সৌম্যর বিয়েতে ভাগ্য খুলতে যাচ্ছে মিরাজের!

ক্রিকেট দুনিয়া February 15, 2020 1,504
সৌম্যর বিয়েতে ভাগ্য খুলতে যাচ্ছে মিরাজের!

এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যর খেলা হচ্ছে না সেটা অনেকটা নিশ্চিত। তার পরিবর্তে দলে ঢুকতে পারেন মেহেদী হাসান মিরাজ।


মূলত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন সৌম্য সরকার। আর তাই জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। আর তাতেই ভাগ্য খুলতে পারে স্পিনার মেহেদী হাসান মিরাজের।


ইনজুরির কারণে পাকিস্তান সফর মিস করলেও জিম্বাবুয়ে সিরিজে ফিরতে চান মিরাজ। এছাড়া আর মাত্র ১০ উইকেট নিতে পারলেই চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হবেন মিরাজ।


উল্লেখযোগ্য যে, একমাত্র টেস্ট ম্যাচটির জন্য রবিবার (১৬ ফেব্রুয়ারি) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪