বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

ক্রিকেট দুনিয়া February 15, 2020 1,336
বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

১ টেস্ট ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলতে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বিকেল ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে৷


ঢাকায় পৌঁছে দুদিন বিশ্রাম শেষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। টেস্ট ম্যাচ শেষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে।


প্রথম ম্যাচটি গড়াবে ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ, এবং তৃতীয় অনুষ্ঠিত হবে ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


আগামী ৯ মার্চ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি আর দ্বিতীয়টি ১১ মার্চ। সিরিজ শেষে ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল। -স্পোর্টসজোন২৪