আগের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছিল ১ রান আর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাই স্কোরিং ৪০৬ রানের ম্যাচে শেষ বলে ২ রানের জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতাও এনেছে ইংলিশরা।
ডারবানে এদিন ইংল্যান্ডের ৭ উইকেটে করা ২০৪ রানের জবাবে শেষ ওভারের শেষ দুই বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৩ রান দরকার ছিল কিন্তু শেষ দুই বলে টম কুরান দুই উইকেট তুলে নেয়। ফলে সফরকারীরা জয় পায় ২ রান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের ব্যাটে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ৬ ওভারে ৬০ এর উপরে রান তোলে তারা। তবে মাঝখানে দ্রুত উইকেট হারালে রানের গতি কমে যায় তাদের।
তবে এরপরেই শেষদিক ঝড় তুলে বেন স্টোকস ও মইন আলি। স্টোকসের ৩০ বলে ৪৭ ও মইন আলির ১১ বলে ৩৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে ইংলিশরা।
২০৪ রানের জবাবে বাভুমা ও অধিনায়ক ডিককের ব্যাটে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। মাত্র ৭.৫ ওভারে তারা তুলে ৯২ রান। তবে বাভুমা ৩১ ও ডিকক ৬৫ রানে আউট হবার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে ইংল্যান্ড। আর শেষ ওভারের নাটকীয়তার ২ রানের জয় তুলে নেয় মরগানের দল।
• সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০৪/৭ (২০)
স্টোকস ৪৭, রয় ৪০, মঈন ৩৯।
দক্ষিণ আফ্রিকা: ২০২/৭ (২০)
ডিকক ৬৫, ডুসান ৪৩।
* ম্যান অব দ্যা ম্যাচ মঈন আলি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪