টি-২০ তে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ডি কক

ক্রিকেট দুনিয়া February 15, 2020 5,411
টি-২০ তে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ডি কক

প্রথম টি-টোয়েন্টির মতো ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও ছিল উত্তেজনাঝড়ানো দম আটকানোর মতোই। শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেছে সফরকারী ইংলিশরা। ফলে সিরিজে এসেছে সমতা।


তবে এই ম্যাচে প্রোটিয়াদের হয়ে দারুণ এক রেকর্ড গড়েছে কুইন্টিন ডি কক। ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক এখন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


ইংলিশদের দেওয়া ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক ক্রিকেট খেলতে থাকেন ডি কক। মরগ্যানের পাঠানো একের পর এক বোলারকেই পাঠিয়েছেন বাউন্ডারির ওপারে। পাওয়ারপ্লেতে বাভুমার সাথে যোগ করেন ৬৯ রান।


পাওয়ারপ্ল বাউন্ডারির খেলা হলেও ডি কক ছক্কাকেই বেশি পছন্দ করেছেন। যেখানে তার ফিফটির ইনিংসে ছিল মাত্র একটি বাউন্ডারি। ১৭ বলে দ্রুততম এই ফিফটি পুরন করতে ৭ টি ছক্কা হাঁকিয়েছেন ডি কক। অর্থাৎ মাত্র ২ টি রান দৌড়ে নেন তিনি। অবশ্যই ফিফটির কিছুক্ষণ পরই দারুণ এক শর্টেও ২২ বলে ৬৫ রান করে ফিরে যেতে হয় তাকে।


উল্লেখ্য, এর আগে প্রোটিয়াদের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ডি ভিলিয়ার্সের। ২১ বলের সেই ফিফটিও ছিল ইংলিশদের বিপক্ষেই।


সূত্রঃ স্পোর্টসজোন২৪