বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএলের) শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন। টস জিতে ব্যাট করতে নেমে বিসিবি নর্থ জোনের হয়ে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নর্থ জোনের। ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। এরপর দ্রুতই উইকেট পড়তে থাকে। ১১১ রানের মধ্যে ফিরে যান ৫ ব্যাটসম্যান। পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম।
উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে গড়েন জুটি। সেই সাথে নিজের ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন মুশফিক। দলকে এগিয়ে নেওয়ার সাথে ব্যক্তিগত শতকের দিকে এগুতে থাকেন এই মি. ডিপেন্ডেবল ব্যাটসম্যান।
৬৪তম ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে বিশাল ছক্কা হাঁকিয়ে ১৪ বাউন্ডারিতে ১১৭ বলে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১তম শতক তুলে নেন মুশফিক।
• সর্বশেষ স্কোরঃ
বিসিবি নর্থ জোন ২৩৬/৭
মুশফিক ১২৩*, সানজামুল ১৬*।
সূত্রঃ স্পোর্টসজোন২৪