ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ইনজুরি কাটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন তিনি।
চলতি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সাইফউদ্দিন যদি নিজেকে সম্পূর্ণরূপে ফিট রাখতে পারেন তাহলে জিম্বাবুয়ে সিরিজে তাকে বিবেচনায় রাখা হবে বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাইফউদ্দিন প্রতি ইনিংসে ১৬ ওভারের বেশি বোলিং করতে পারবে না। তবে লম্বা সময় ব্যাটিং করতে ওর কোনো সমস্যা নেই। বিসিএলে নিজেকে সম্পূর্ণরূপে ফিট প্রমাণ করলেই সাইফউদ্দিনকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনা করা হবে।’