এগারো মাস পরে মাঠে ফিরেই রেকর্ড গড়লেন স্টেইন

ক্রিকেট দুনিয়া February 13, 2020 1,524
এগারো মাস পরে মাঠে ফিরেই রেকর্ড গড়লেন স্টেইন

প্রায় ১১ মায়া পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার ডেল স্টেইন। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন তিনি।


এ রেকর্ডটি এতদিন ছিলো লেগস্পিনার ইমরান তাহিরের। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত সময়ে ৩৫ ম্যাচে ৬১ উইকেট শিকার করেছেন তাহির। বর্তমানে স্টেইনের উইকেট সংখ্যা ৬২, তিনি খেলেছেন ৪৫টি ম্যাচ।


বলা বাহুল্য, টেস্ট ক্রিকেটেও দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৩৯ উইকেট শিকার করেছেন স্টেইন। তবে ওয়ানডে ক্রিকেটে ১৯৪ উইকেট পাওয়া স্টেইনের অবস্থান পঞ্চম। - স্পোর্টসজোন২৪