আপনার মাথা ঠিক আছে?

ইন্টারভিউ কৌতুক April 25, 2016 2,723
আপনার মাথা ঠিক আছে?

‘মফিজ’ বেকার লোক। অনেকদিন ধরে চাকরির ইন্টারভিউ দিচ্ছে, কিন্ত হচ্ছেনা।


এক অফিসে ইন্টারভিউ দিতে এসে পরিচিত ‘কুদ্দুস’ এর দেখা পেল। ঘটনাক্রমে তারা দুজনেই ওয়েটিং রুমে অপেক্ষারত।


প্রথমে ইন্টারভিউ রুমে কুদ্দুস


প্রশ্ন ১: মিস্টার কুদ্দুস, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কখন বলতে পারেন ?


কুদ্দুস: স্যার, হওয়ার কথা ছিল ১৯৫২ সালে, কিন্তূ হয়েছে ১৯৭১ সালে।


প্রশ্ন ২: বাংলাদেশের বুদ্ধিজীবির নাম বলুন ?


কুদ্দুস: অনেকেই তো আছেন, নির্দিষ্ট করে কার নাম বলবো স্যার ?


প্রশ্ন ৩:ঢাকা শহরে যানজটের কারণ কি বলে আপনি মনে করেন ?


কুদ্দুস: এটাতো স্যার গবেষণার বিষয়।

কুদ্দুস ইন্টারভিউ শেষে চলে যাবার সময় মফিজ জানতে চাইলো কি কি প্রশ্ন করা হয়েছে। কুদ্দুস অন্য কোথাও যাবে তাই তিনটা প্রশ্নের উওর মফিজকে বলে তাড়াতাড়ি চলে গেল।প্রশ্ন গুলো বলা হলো না।


এবার ইন্টারভিউ

রুমে মফিজ


প্রশ্ন ১: মিষ্টার মফিজ, আপনার জন্ম কত সালে ?


মফিজ: হওয়ার কথা ছিল ১৯৫২ সালে, কিন্তু হয়েছি ১৯৭১ সালে।


প্রশ্ন ২:(প্রশ্নকর্তা অবাক হয়ে জিজ্ঞেস করলো) আপনার পিতার নাম কি ?


মফিজ: অনেকেই তো আছেন, নির্দিষ্ট করে কার নাম বলবো স্যার ?


প্রশ্ন ৩:(প্রশ্নকর্তা রেগে) আপনার মাথা ঠিক আছে ?


মফিজ: এটাতো স্যার গবেষণার বিষয়।