কোন গাধাই বিয়ে করবেনা

প্রেমিক-প্রেমিকা কৌতুক April 25, 2016 2,171
কোন গাধাই বিয়ে করবেনা

প্রেমিক-প্রেমিকা নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করেছে।


ছেলেটা বলল, আমাদের বিয়ের এই খবরটা বিয়ের আগের দিন পযর্ন্ত কাউকে আমরা জানাবো না ।


খবরটা শুধু বিয়ের আগের দিন আমরা সবাইকে জানাবো এবং এইটা একটা Surprise হবে।


মেয়েটা বলল, আমি শুধু একজনকে এই খবরটা জানাতে চাই।


ছেলে :- কেন?


মেয়ে :- পাশের বাড়ির কালু আমাকে একদিন বলেছিল, কোন গাধাই নাকি আমাকে বিয়ে করবেনা। তাই

ওকে জানাতে হবে।