গৃহশিক্ষক: গত কাল যে বলেছিলাম চারটা ইংরেজী বাক্য শিখে রাখতে, তা শিখেছ?
ছাত্র: নো স্যার।
গৃহশিক্ষক: কেন?
ছাত্র: নাউ আই অ্যাম বিজি স্যার । বিজি স্যার।
গৃহশিক্ষক: যতই ব্যাস্ত থাক তোমাকে বলতে ইহবে।
ছাত্র: ডোন্ট ডিষ্টার্বমি!
গৃহশিক্ষক: কী! এত বড় সাহস!
ছাত্র: ইউ শার্ট আপ!
ছাত্র: ইউ শার্ট আপ!
গৃহশিক্ষক: বেয়াদব ছেলে! তোমাকে আমি পড়াবো না!
ছাত্র: কেন স্যার? আমি তো চারটি ইংরেজী বাক্যই বলতে পেরেছি।