নিউজিল্যান্ডের দুটি মসজিদের হামলার ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিম করেছিল হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যার্যান্ট। লাইভ স্ট্রিম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশটির পুলিশ বিষয়টি জানালে হামলার ভিডিও এবং হামলাকারীর অ্যাকাউন্টটি সরিয়ে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
তবে তার আগেই নারকীয় ওই হামলার ভিডিওটি দেখে ফেলে ব্রেন্টন ট্যারেন্টের পরিবার। ভিডিওটি দেখে তারা হতভম্ব হয়ে যান। এসময় সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে ফোন দিয়ে তাদের সন্তানের কর্মকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার প্রস্তাব দেন।
ব্রেন্টনের পরিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাফটন শহরে বাস করে। নিউ সাউথ ওয়েলস এর পুলিশ কমিশনার মাইক ফুলার বলেন, খুনি ব্রেন্টন গত চার বছরে অস্ট্রেলিয়ায় খুব কম সময়ই অবস্থান করেছিলেন। আর পুলিশও তাকে খুব একটা চিনতো না। কয়েকবার মাত্র তার বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার অভিযোগ এসেছিল।
তবে এখন তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তদন্তের পরে তার বিরুদ্ধে আরো গুরুতর কিছু অভিযোগও আনা হতে পারে। -সময়ের কন্ঠস্বর