অন্তঃসত্ত্বা এক মহিলার সন্তানদের পাশের ঘরে আটকে রেখে তাকে গণধর্ষণ করল তারই দুই দুলাভাই! শনিবার ভারতের হায়দরাবাদের পাহাদেশরিফে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রবিবার নির্যাতিতা ওই তরুণী তার স্বামীর সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রের খবর, বছর পঁচিশের ওই তরুণীর স্বামী পেশায় অটোচালক। মাস তিনেক আগে তারা রাজস্থান থেকে হায়দরাবাদে আসেন। ওই তরুণীর দুই ননদও সপরিবার তাদের বাড়ির কাছেই থাকেন। ঘটনার সময় তরুণীর স্বামী বাড়িতে ছিলেন না। তিন ছেলেমেয়েকে নিয়ে তরুণী বাড়িতে একাই ছিলেন।
পুলিশের কাছে তরুণী অভিযোগে জানিয়েছেন, রাতে তার দুই ননদের স্বামী বাড়িতে আসেন। দু’জনেই পরিচিত হওয়ায় তরুণী তাদের ‘মতলব’ বুঝতে পারেননি। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরই তার তিন সন্তানকে পাশের একটি ঘরে আটকে রাখেন এক জন।
তার পর শুরু হয় তার উপর নির্যাতন। দুই জামাইবাবু মিলে পালাক্রমে গণধর্ষণ করে বলে অভিযোগ ওই তরুণীর। নির্যাতিতা ওই তরুণী অন্তঃসত্ত্বা বলে পুলিশকে জানিয়েছেন। দুই অভিযুক্তের খোঁজ চলছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।