ধর্ষণের পর তরুণীকে বেঁধে রেখে তার পাশে ৭০ ডলার রেখে পিৎজা খাওয়ার কথা বলে চলে গেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মার্শালটাউন এলাকায়।
সোমবার জোহানেসবার্গ পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী ওই তরুণীর দরজায় গিয়ে কড়া নাড়েন অভিযুক্ত ব্যক্তি। এরপর তরুণীর কাছে জানতে চান, তার রুমমেট আছে কিনা?
রুমমেট নেই বলে তরুণী জানানোর পর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন অভিযুক্ত ব্যক্তি। পরে সেখানেই ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর টেবিলে ৭০ ডলার রেখে পিৎজা কিনে খাওয়ার কথা বলে চলে যান তিনি।
ঘণ্টাখানেক পরেই ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৭ বছর বয়সী ওই যুবককে শিগগিরই আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।