তাহসানও ফেসবুকে এসে নৌকার জন্য ভোট চাইলেন ...!!!!

দেশের খবর December 25, 2018 1,821
তাহসানও ফেসবুকে এসে নৌকার জন্য  ভোট চাইলেন ...!!!!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সক্রিয় রয়েছেন অনেক তারকারা। প্রার্থী হতে পছন্দের দলের মনোনয়নপত্র কিনেছিলেন বড় ও ছোট পর্দার অনেক তারকারা। কয়েকজন দলীয় মনোনয়ন পেয়েছেনও।

এক্ষেত্রে পিছিয়ে নেই সঙ্গীতভুবনের সেলিব্রেটিরাও। ইতিমধ্যে শোবিজ অঙ্গনের অনেক তারকা পছন্দের দলের হয়ে ভোট চাইছেন।

এবার সেই তালিকায় যোগ হলেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান।

তাহসান বলেছেন, ‘আমি আপনাকে কোন প্রতীকে ভোট দিতে বলবো, তার উপর নির্ভর করবে না আপনি কোথায় ভোট দেবেন। কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক।’

গতকাল রাতে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগের পক্ষে এভাবে ভোট চাইলেন তাহসান।

তাহসানের সেই ভিডিওটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

বিনোদন জগত ও ক্রীড়াঙ্গনের তারকাদের এবার রাজনৈতিক প্রচারণায় নেমে যাওয়াকে তাদের আপন স্বার্থ সিদ্ধির জন্যই। অনেকের এমন বক্তব্যকে একদম ঠিক বলে স্বীকার করেছেন তাহসান।

২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাহসান বলেন,‘আমাদের কথাই ভাবুন, আমরা শিল্পীরা আজ থেকে ১০ বছর আগের বাংলাদেশে পাইরেসির কারণে অনেক কঠিন একটা সময় পার করছিলাম। সেই শিল্পীরাই আমরা ১০ বছর পরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি।’

তিনি আরও বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্থ শিল্পী হিসেবে প্রতিনিয়ত কিন্তু পত্রিকার শিরোনাম হচ্ছি না। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি।’

আর সে কারণেই শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহসান।