বন্ধুরা মিলে গনধর্ষন এর পর হত্যা

আন্তর্জাতিক November 19, 2018 2,352
বন্ধুরা মিলে গনধর্ষন এর পর হত্যা

ভারতের পশ্চিম বর্ধমান জেলায় চাঞ্চল্যকর ঘটনা টি ঘটে। বন্ধুদের নিয়ে সাবেক স্ত্রীকে গণধর্ষণের পর তার লজ্জাস্থানে লাঠি ঢুকিয়ে হত্যা করল সাবেক স্বামী। সেই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কালীপূজা উপলক্ষ্যে স্থানীয় পালা দেখতে গিয়েছিলেন ওই নারী। তখনই তাকে তুলে পাশের মাঠে নিয়ে যায় তার সাবেক স্বামী ও তার দুই বন্ধু। তিন জন মিলে ধর্ষণের পর সেই নারীর লজ্জাস্থানে লাঠি ঢুকিয়ে অত্যাচার চালানো হয়। সেভাবেই সারা রাত মাঠে পড়েছিলেন ওই নারী। সকালে নারীর কান্না শুনতে পেয়ে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। সেখান থেকে জামতাড়া হাসপাতালে নিয়ে গেলে সেই নারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, সকালে উদ্ধার করার সময় সেই নারীর সজ্ঞান ছিল। তখন তিনি জানিয়েছেন তাকে ধর্ষণ করেছে তার সাবেক স্বামী ও তার ২ বন্ধু। পুলিশের তরফে জানানো হয়েছে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জন পালিয়েছে। তাদের কে ধরার জন্য তল্লাসি চলছে।