বাংলাদেশের খুবি জনপ্রিয় একজন কন্ঠশিল্পি কনকচাঁপা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবেন সিরাজগঞ্জ-১।
গতোকাল গনমাধ্যমকে তিনি জানিয়েছেন আজ সোমবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র কিনবেন। একথা জানিয়ে কনকচাঁপা বলেন, ‘এলাকাবাসী চাচ্ছেন আমি নিজ এলাকা থেকে নির্বাচন করি। এজন্য এলাকাবাসীর ভালোবাসায় মানুষের সেবা করতে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য অনেক আগেই দলের প্রেসিডিয়াম সদস্যরা আমাকে মৌখিকভাবে মনোনয়ন দিয়ে দিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।’
তিনি বলেন - ‘বিএনপির মধ্যে আমার রাজনৈতিক আদর্শ হচ্ছেন- ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান। তাদের অনুপ্রেরণাই রাজনীতিতে আসা।’
সংগীতশিল্পী কনকচাঁপা নির্বাচনে জয়ী হয়ে জনগনের সেবা করতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।