ঝকঝকে দাঁতের জন্য

টুকিটাকি টিপস April 24, 2016 1,527
ঝকঝকে দাঁতের জন্য

দুই পাটি ঝকঝকে দাঁত আপনাকে দিতে পারে নির্মল হাসির নিশ্চয়তা। অনেক কারণে দাঁতে হলদেটে ভাব চলে আসতে পারে। ঘরে বসেই চট করে দূর করতে পারেন এ ধরনের দাগ। জেনে নিন দাঁতের হলুদ দাগ দূর করবেন কীভাবে-


বেকিং সোডা


এক চা চামচ বেকিং সোডার সঙ্গে এক চিমটি লবণ মেশান। প্রতিদিন সকালে পেস্টের বদলে এ মিশ্রণটি দিয়ে দাঁত মাজুন। এক সপ্তাহ নিয়মিত করলে দূর হবে দাঁতের হলদেটে ভাব।


কমলার খোসা


কমলার খোসা সরাসরি দাঁতে ঘষুন। আঙুল দিয়ে কিছুক্ষণ ঘষুন দাঁত। কমলার খোসার তিতকুটে স্বাদটা অগ্রাহ্য করে নিয়মিত এটি ব্যবহার করলে দাঁত হবে ঝকঝকে!


ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট


প্রতিদিন যে টুথপেস্টটি দিয়ে দাঁত ব্রাশ করছেন সেটিতে ফ্লোরাইড আছে কিনা সেটি নিশ্চিত হয়ে নিন।


কলার খোসা


প্রতিদিন সকালে কলার খোসার ভেতরের সাদা অংশ দাঁতে ঘষুন। কিছুক্ষণ পর গার্গল করে ফেলুন। দাঁতের হলুদ দাগ দূর হবে।


তিল


এক চা চামচ তিল চিবিয়ে মুখে থাকা অবস্থায় ব্রাশ করুন দাঁত। ঝকঝকে ভাব চলে আসবে দাঁতে।