![গলায় বিঁধেছে মাছের কাঁটা? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-a48e0408b49da017e7640ec0e3fe1066.jpg&w=144&h=96)
![পাতিলের পোড়া দাগ তুলবেন যেভাবে](https://bdup24.com/media/2018/07/janabd-b285370e6ff1c94f3a0f60694bb383f4.jpg)
রান্না করলে পাতিলে দাগ পড়া খুব স্বাভাবিক।তবে অনেক ক্ষেত্রে দেখা যায় দুধ উথলে বা তরকারি পুড়ে গিয়ে দাগ লেগে যায় পাতিলে।পাতিলে দীর্ঘস্থায়ী দাগ পড়ে যায়। অনেক চেষ্টার পরেও হয়তো আপনি পোড়া দাগ তুলতে ব্যর্থ হন।
আসুন জেনে নেই পাতিলে জেদি পোড়া দাগ তোলার সহজ উপায়।
বেকিং সোডা
পাতিলের পোড়া দাগ লাগা স্থানে এক বা দুই কাপ বেকিং সোডা ছিটিয়ে নিন। এবার কিনারা পর্যন্ত পর্যাপ্ত পানি দিয়ে ১৫ মিনিট ফুটতে দিন। প্রয়োজন পড়লে এটি ১/২ ঘন্টা পর আবার করুন। খুব বেশি কালো দাগ পরলে এক চিমিট লবণ দিয়ে দিতে পারেন।
ভিনেগার
পাতিলের পোড়া দাগ তোলার জন্য ভিনেগার অনেক বেশি কার্যকরী। পোড়া জায়গায় ভিনেগার দিয়ে চুলায় অল্প আঁচে পাতিল রাখুন। চুলা থেকে নামিয়ে একটি ব্রাশ দিয়ে ঘষুন।
কিছুক্ষণ ঘষার পর দেখবেন দাগ আস্তে আস্তে উঠে গেছে। ভিনেগার এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারবেন।
কেচাপ
পাতিলের পোড়া জায়গায় পুরু করে কেচাপ লাগান। সারারাত এভাবে পাতিলটি রেখে দিন। পরের দিন এটি ঘষে ঘষে ধুয়ে ফেলুন। টমেটোতে যে এসিড আছে তা পোড়া দাগ দূর করে থাকে।
কোকাকোলা
কোকাকোলা দিয়ে পাতিলটি ভর্তি করে নিন। কয়েক ঘন্টার জন্য পাতিলটি এভাবে রেখে দিন। এবার একটি পাতিল ঘষার মাজুনি দিয়ে ভাল করে ঘষুন। তারপর পাতিলটি ধুয়ে ফেলুন। ধোয়ার পর দেখবেন দাগ একদম দূর হয়ে গেছে।
ডিশওয়াশার ডিটারজেন্ট
পাতিলের পোড়া জায়গায় ডিশওয়াশার পাউডার ছিটিয়ে দিন। তারপর গরম পানি দিয়ে পাতিলটি ভরে ফেলুন। পানি ঠান্ডা হয়ে এলে একটি ব্রাশ দিয়ে ঘষুন। দাগ হালকা হলে এই পদ্ধতিটি অনেক ভাল কাজ করবে।
![গলায় বিঁধেছে মাছের কাঁটা? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-a48e0408b49da017e7640ec0e3fe1066.jpg&w=144&h=96)
![ভালো পারফিউম কিনতে যা খেয়াল করবেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-39caa644579264a0dfcbcd42e600f17d.jpg&w=144&h=96)
![লেবুর খোসার অসাধারণ ১৪ টি ব্যবহার](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-005279567d8b603ac27c200cdc26261d.jpg&w=144&h=96)
![না ফাটিয়ে বুঝবেন যেভাবে ডিম পচা কিনা!](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-9e2783fe916f396f121e4d3c1b68637f.jpg&w=144&h=96)
![বাড়িতে ৬ মাস পর্যন্ত আম সংরক্ষণ করবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-a53a1105001b87513d5ae6ccaa6a955d.jpg&w=144&h=96)
![বিদ্যুৎ বিল কমানোর কৌশল](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-abf9c657caf8abc5da6c6b7a5d421924.jpg&w=144&h=96)
![ভেজাল দুধ ও ঘি চেনার উপায়](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-3a6a6e9a747fbf1e7676aa4bcd0d377f.jpg&w=144&h=96)
![অতিরিক্ত ঘাম হতে পারে যেসব মারাত্মক রোগের লক্ষণ](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-b21ab29d136b3172a2d34952c0938caa.png&w=144&h=96)
![যে ১০ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-0f5f11318128225f5ae305bff7d67ba0.jpg&w=144&h=96)
![হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-ec27a7368c3b476de03d37bf85db033a.jpg&w=144&h=96)